তারপর আর ফিরে তাকাতে হয়নি,
আমার চামড়ায় লেখা  অতীতের হলফনামা
কতবার পড়বে বলে কাছে এসে আবার
লুকিয়ে গেছো বর্ণমালার ভিড়ে,


তারপর নদী হয়ে তোমার শরীর বেয়ে
নামতে গিয়ে  ক্ষতগুলো দিয়েছি ঢেকে,
শুধু যে শীতে নদী শুকিয়ে যায়নি
তার খোঁজে কতো বসন্ত কাটিয়েছি,
লাল আবিরে পলাশ রাঙিয়েছি।


তারপর একটুখানি বাঁচবো বলে
শূণ্য আলোয় গা ভিজিয়ে
আবার স্বপ্ন দেখার আয়োজন,
একটু খানি বাঁচার জন্যে
মৃত কবিতার সম্মেলন !