তবু মনে রেখো তুর পাহাড়ের সীমানায়
একদিন তৃতীয় বিশ্ব ডুবে যাবে অনায়াসে,
এমন সন্ধ্যা মেহমান হয়ে আসুক চায়নি কেউ,
আতরের সৌরভে ঢেকে যাবে
জীবন্ত লাশেদের পোড়া গন্ধ,
ক্লান্ত আত্মারা মত্ত কবরের শীতঘুমে
পুনর্জন্মে লাথি মারে সভ্যতার হাহাকার,
এমন পোড়া পুড়বে এ বিশ্ব -
একটা সবুজ চারাগাছ মাথা তুলে
দাড়ানোর আগে দুপাশে দেখে বলবে
- " কোথাও মানুষ বেঁচে নেই তো" !