শাড়ীর রঙ ফিকে হয়েছে বলে
যার প্রতি মায়া হতো,
তার খোঁপায় এখন ফুল গাঁথা,
একটা নদী কিনেছে সে,
হাওড়া ব্রিজের উপর দাড়িয়ে
নদীর সাথে কথা বলে, ঝগড়া করে ।
কথা ছিলো ভোরের হিমে গা ভেজাবো ,
চক্ররেলে শহর ঘুরবো !
এখন যদি ডাক দিয়েছি পাতানো কোনো
নাম ধরে, কাকতাড়ুয়ার মতন করে
মুখ ঘুরিয়েছে ভেংচি কেটে !