যাকে দেখার জন্য মেঘলা আকাশ চিড়ে,
সর্বত্র ছড়িয়ে পরে রূপালী চাঁদের আলো!
যাকে বরণের জন্য জোনাকিরা মিলে,
     দুর করে দেয় অন্ধকারের কালো!!


যার জন্যে ঝিনুক মুক্ত পুষে রাখে,
শক্ত খোলসের আবরণে!
ভোরের শিশির তো লুটিয়ে পরবেই,
     তার আলতা রাঙানো চরণে!!


যে হাসলে প্রকৃতিতে ফুল প্রস্ফুটিত হয়!
যার সরলা বাক্যে কভু থাকে না কোন ভয়!
যার চোখ ছল ছল করলে সাগর উতলা হয়!
     মেঘেরা পাগল হয়ে কালবৈশাখী বয়!!


যার হাতের ছোঁয়া পাবার জন্যে,
বিছিয়ে থাকে বকুল তলার ফুল!
বসন্তের উতলা বাতাসে তো উরবেই,
     তার রেশমি কালো চুল!!


ভোরের সকাল মুখরিত হয়, যার আগমনে!
লজ্জাবতী ভুলে যায় লজ্জা, যার পর্দাপনে!
শেষ বিকেলে বসে ভাবি তার কথা,
     একা আনমনে!!