রাধা  রাণী গো......
আর বাজে না বৃন্দাবনে শ্যামের বাঁশির সুর
তোমার মনটা হলো চুর।


যমুনাতে আর হবে না জল কেলিরও খেলা
নৌ বিহারে আর যাবে না তোমার সারা বেলা।
মনটা তোমার ছটফট করে কখন বাজবে সুর
তোমার মনটা হলো চুর।


মথুরাতে গিয়ে শ্যাম গেলে রাধা ভুলে
তবে কেন বাঁশির সুরে পাগল করেছিলে।
মনটা তোমার আন্চান্ করে কখন বাজবে সুর
তোমার মনটা হলো চুর।


ফিরোজ মানিক ভেবে বলে এইতো প্রেমের খেলা
মন দিয়ে মন না পাইলে বাড়ে বুকের জ্বালা।
বিচ্ছেদের যন্ত্রণা নিয়ে যাবো অচিনপুর
তোমার মনটা হলো চুর।