ক্ষুদ্রের অবদান


মানুষ মোরা দাম্ভিক অহংকার করে ভূলি মোদের মান,
উচুনিচুরে পৃথক করে ক্ষুদ্রের সাথে করি ব্যবধান।


মনিব অধীনস্থকে বলে তুই কেন হলে দাস?
দাস বলে মোরা আছি বলেই আরামে তোমার বাস।


বাড়িওয়ালা গার্ডকে বলে তুইতো সাধারণ প্রহরী,
গার্ড বলে গৃহ তোমার নিরাপদ রাখি  হয়ে নিশাচরী।


শ্রমিকদের অবহেলায় রাখি বলি তাদের লেবার,
লেবার বলে মোদের হস্তে গড়েছে রাস্তাঘাট, অট্টালিকা রাজার।


শেতাঙ্গরা নিগ্রোদের বলে ভাই তুই কেন এতো কালো?
নিগ্রো বলে নাই মোদের চর্মরোগ আছি বেশ ভালো।


পাখিকে বলি গৃহহীন তুমি বড়ই দুর্বল হে পক্ষী,
সে বলে দুর্বল নই মোরা পোকামাকড়ে খেয়ে হয় ফসলরক্ষী।


বৃক্ষকে বলি তুইতো বোবা আর নিশ্চল,
সে বলে বড়াই করোনা অক্সিজেন দিয়ে রাখি তোমায় সচল।


বৃহৎ জীবেরা ভাইরাসকে বলে তুইতো হলে ক্ষুদ্র অণুবীক্ষণ,
ভাইরাস বলে ক্ষুদ্র বলেই সহজেই করি মানুষে গমন।


গরু, মহিষেরে ঘৃণা করে বলি তুই পঁচা দুর্গন্ধময়,
তারা বলে দুগ্ধ মাংস দিয়ে মোরা পুষ্টিযোগায় জগতময়।


কুকুরকে ঘৃণা করে বলি মূল্য নাই তোর এক বিন্দু,
সে বলে আমি হলাম মনিবের আনুগত্য আর বিশ্বস্ত বন্ধু।


সূর্যের প্রখর তাপ ঘৃণা করে বলি চাদই আমার ভালো,
সূর্য বলে সমগ্র জগত বাচিয়ে রেখেছি ছড়িয়ে আমার আলো।


অন্য পাতারা নিমকে বলে ভাই তুই কেন এতো তিতা?
সে বলে তিতা গুণ আছে বলে আমি সম্মানিতা।


অহংকার দর্পে আমি ভূলে যায় ক্ষুদ্রের সম্মান,
ভূলে যায় জগত গড়িতে ক্ষুদ্রেরও আছে সম অবদান।