তোমার বাস ছিল অতি দূর নির্জন সুউচ্চ পাহাড়ে,
ঘন কালো চুলে ডেকে রাখতে পাহাড়কূল অন্ধকারে।


তোমার অপরুপ বদনের উজ্জ্বল আলোক ঝটাঁতে,
পাহার তার বুক ছিড়ে রশ্নি ছড়াত মহানিশীথে।


বৃক্ষ, ফুল আর পাখির সাথে তোমার হত মিতালী,
চায়ের গন্ধে তুমি সাজাতে আমার সুখের পৌষালী।


তোমার চোখের পাতায় ভ্রমর, প্রজাতি করত খেলা,
তোমার সুমিষ্ট কণ্ঠের গুনগুনানিতে ফুরাত আমার বেলা।


তোমাতে আবেশিত হত হৃদয়, বয়ত সুখের বন্যা,
আবার কবে দিবে দেখা মোরে ওগো পাহাড়ি কন্যা।