সোনায় মোড়ানো শৈশব


আমার শৈশব ভোরে ঘুম ভাঙা,
পাখির কিচিরমিচির পুবের সূর্য রাংগা।


হাঁস মুরগীর ডাকাডাকি, গরু ছাগলের হাম্বা,
জল মুড়ি,কায়দা, সিপারা, কোরানের খাম্বা।


গামছায় মোড়ানো ভাতের বাটি মাঠে,
পুকুরে গোসল, জলখাবার, তারপর পাঠে।


জাম কুড়াতাম, খেজুর, তরপই, আইলা, আম,
রংগিল দাতে, পুস্তিকাতে থাকত আপন নাম।


ছুটির ঘন্টার শব্দ শুনে দিতাম উঠে দৌড়,
মন আনন্দে খেলা করতাম আপন হৃদয়পুর।


গোল্লাছুট,  কানামাছি, ফুটবল,  মার্বেল গুলি,
শুক্রবারে টিভি পর্দায় চলত ম্যাডাম ফুলি।


ধুপসন্ধ্যায় আযান, নীরবতা কাজীপাড়ায়,
জুতাযুগল চরণতলে বসতাম বিরক্তির পড়ায়।