==============><==================


আমি তো ঘুমিয়ে ছিলাম, এক অজানা ঘুমে-
নিরব ছিলাম, নিরবতার ঘরে,
তুমি ছিলেনা , একাকী বেশতো ভালই ছিলাম
তুমিই তো কাছে এসে জাগালে আমারে!


তোমারো রূপের তীক্ষ কিরণ
যবে যখন ফেলেছো চোখের পাতায়!
আমিতো নিজেকেই ভুলে গেছি-
বিভোর হয়ে তোমার প্রণয় নেশায়!


তোমাররূপে হার মেনেছে-
এ বিশ্বের-বিশ্বায়ন,
তোমায় পেতে এ ভূবণ তরে-
সংঘর্ষ বাধিবে, নতুব আরেক ভূবণ।


তোমার এলো কেশের স্পর্শ পেতে-
দক্ষিণা পবনের মাঝে বাঁধিবে যুদ্ধ!
তোমার চরণ স্পর্শ পেয়ে, ধরণীর বুকে
ছড়িয়ে থাকা ধূলো, সেও বড় মুগ্ধ!


তোমার মাতাল করা হাসিতে-
শিহরিত হবে যে কারো হৃদয়!
বাক রুদ্ধ হয়ে থমকে দাঁড়াবে-
সোনালী সকালের সূর্যদ্বয়!


তুমি অপরূপা, অপরুপ রূপে-
তোমার চন্দ্রিমাময়, বদন সজ্জিত,
তোমার রূপের তরে-মেঘের বাঁকে-
আলোকীত শশী, সেও বড় লজ্জিত!


তোমার বুকের ভিটায়-
প্রণয়ের বিছানায় মাথা পেতে,
তোমার স্পর্শে নিঃস্ব হয়ে-
চাই চিরনিদ্রায়, অনন্ত ঘুম ঘুমাতে!!!