অসুস্থ এই শহরে বেশিদিন থাকা হবে না আর,
এমন কোন পানশালা নেই হৃদয়ের অসুখ সারাবার,
এমন কোন নদী নেই, নারী নেই, বিশ্বস্ত বৃক্ষ নেই যেখানে
ক্লান্ত পথিক বিশ্রাম নিতে পারে আরেকবার।


চারিদিকে অবিশ্বাসের ছোঁয়া, আকাশে ধূসর মেঘ-বিষাক্ত ধোঁয়া,
হাওয়ায় উড়ে মরা শকুনের গন্ধ, গুম-খুনে শঙ্কিত জীবন-নগর পিতা অন্ধ,
এখানে মানব ভ্রুণ নর্দমায়- পাইপ লাইনে আটকে থাকে,
এখানে বিত্তবানের সন্তানেরা কসাই হবার অধিকার রাখে।


এখানে রাত দুপুরে নিষিদ্ধ পাড়ায় পতিতাদের আনাগোনা,
এখানে মুখোশের আড়ালে সত্য মানুষ সহজে যায় না চেনা,
এখানে দরবেশ বাবা আরামে ঘুমায় মন্ত্রীর খাটের নিচে,
এখানে পুলিশ- র‌্যাব দৌড়ে হয়রান পাতি মাস্তানের পিছে।


অসুস্থ এই শহরে বেশিদিন থাকা হবে না আর,
দিনে দিনে মানুষের কপালে ভাঁজ পড়ে বিষন্নতার,
ঘুরে ফিরে কালো বিড়াল বসে বাংলার মসনদে,
অবসাদ জাগে, ফিরে যাই বাতাসে দোল খাওয়া ধান ক্ষেতে, গাঁয়ের পথে।