রাজপথে ফুল বিক্রি করে পেট চলে যার,
সে মেয়েটি চায় মানুষ প্রতিদিন প্রেমে পড়ুক ।


কবর খুড়ে সংসার চলে যার,
মৃত্যু তার কাছে আর্শীবাদ স্বরুপ!


যে হাতুড়ে ডাক্তার গ্রাম্যবাজারে বসে
সেও চায় ঘরে ঘরে লেগে থাকুক অসুখ।


যে শ্রমিক সুর্যদয়-সুর্যাস্ত দেখেনি,ঝাপসা প্রিয়মুখ,
সেও চায় বছর বছর কাজের মজুরী বাড়ুক।


যে ভিক্ষুক ভিক্ষা করে পাঁচতলার মালিক,
সে এখনও চায় মানুষ বেশী বেশী দান করুক।