আজ থেকে কুড়ি বছর পরে,
যখন তোমার চোখে মুখে বয়সের ছাপ পড়বে,
হাতের চমড়ায় ভাঁজ পড়বে,
কপালের চুলগুলো সাদা হয়ে যাবে,
তখন যদি তুমি ভুলে জিজ্ঞেস করো ভালবাসি কিনা-
আমি নির্দ্বিধায় বলবো ভালোবাসি, ভালোবাসি।


যখন তুমি মোটা ফ্রেমের চশমা পরবে,
শীতের সকালে উনুনের পাশে বসে আগুনের পরশ নিবে
সেই সকালেও যদি ভাবো ভালবাসি কিনা-
তুমি নিশ্চিত ভেবে নিও ভালোবাসি, ভালোবাসি।


যখন আষাঢ়ের রাতে মেঘে মেঘে ঘর্ষণ হবে,
বিজলীর চমকে ঐ প্রবীণের বুকে মুখ লুকাবে,
অকস্মাৎ যদি ভাবো ভালোবাসি কিনা-
তুমি জেনে নিও ভালোবাসি, ভালোবাসি।


আজ থেকে কুড়ি বছর পরে,
আমি যদি নাইবা থাকি এই দুনিয়ার তরে,
নিঝুম সন্ধ্যায় নীরবে একা ভেবো আমারে,
অদৃশ্য হতে শুনবে প্রেমধ্বনি,
ভালোবাসি, ভালোবাসি।


(সুনীল গঙ্গোপ্যাধ্যায় স্মরণে)