তোমার ঠোঁটের সমুদ্রে সেদিন ডুবে গিয়েছিল আমার ব্যক্তিগত জাহাজ!
আমিই সেই নাবিক যে কিনা ত্রিশটা বছর সাঁতরে বেড়াচ্ছি অথচ
এখনো জানতে পারিনি তোমার ঠোঁটের গভীরতা।


আর কতটুকু গভীরে গেলে পাবো আমি অমরত্বের স্বাদ?
আর কতটা তলদেশে গেলে ছিনিয়ে আনতে পারি খাঁটি মুক্তো!


আমিই সেই নাবিক যে তোমার নাভীর এতোটা গভীরে গিয়েও দেখি
এখনো অনেকটা পথ বাকী!  তার গভীরে পুষ্প উদ্যান সাজিয়েছো ফুলে ফুলে,
মন ছুঁয়ে ছুঁয়ে- জল খেয়ে খেয়ে ডুবেছে প্রেমের তরী ভিড়িয়ে নিও বুকের উপকুলে!