চল ছুটে যাই ছোট্ট বেলায় হাসি-খুশির ভীড়ে,
মোক্তবে গিয়ে কোরআন শিখি প্রত্যহ সকালে।


বৈশাখ-জ্যৈষ্ঠের গরমে সাঁতার কাটব পুকুরে,
আম-কাঁঠাল বিলিয়ে দিব সাড়া গ্রাম জুড়ে।


বর্ষাকালে খেলবো ফুটবল এতটুকু হাটুজলে,
বিলে-ঝিলের শাপলা তুলব আমরা সবাই মিলে।


টিনের চালে বৃষ্টি পড়ে ঘুমাতে লাগে মজা,
চোর-পুলিশ খেলব মোরা খাব মুড়ি-বাদাম ভাজা।


শীতের সকালে চিতই পিঠা খেতে লাগে ভালো,
মায়ের বকা শুনার আগে স্কুলে যাব চলো।


খেজুর রস আনতে চলো শিশির ভেজা ভোরে,
রোদে বসে তৈল মাখিব সারা শরীর জুড়ে।


বিকেল বেলা পাড়ার মাঠে খেলব সারাক্ষণ,
সন্ধ্যা হলে বাড়ি ফিরে পড়ায় দিব মন।


চলো সবাই সোনালী শৈশবে আবার ফিরি চলো,
সারাজীবন যদি ছোট্ট থাকি মন্দ কি হয় বলো?