নির্বোধ পুরুষের তরে ব্যস্ত সখিরা তোমায় সাজাতে,
মনে হলো যেন হিংস্র বাঘের মুখে ছুড়ে দিলো প্রেয়সীকে ।


অবাধ্য রক্তে রঞ্জিত জমিন জখমে জখমে ছিদ্র বুক,
রাত্রির প্যাঁচারা করে ব্যঙ্গ মরনে যদি মিলে সুখ।


নিখিল সৃষ্টির নিষ্ঠুরতায় পরাণ বুঝি আসে-যায়,
শতবার করেছি আত্বহনন, বৃষ্টি হয়ে ঝরেছি ধরায়!


যম এসে কোল ঘেষে বারংবার ফিরে যায়,
এসো মৃত্যুরে করি মিত্র বেঁচে থাকা বড় দায়।


তুমিহীন ক্ষনে-ক্ষনে দগ্ধ হৃদয় এই ভুবনে,
বলো তবে স্বর্গদ্বারে কেমনে থাকব নির্জনে?


সত্য প্রেম করে যে জন, সে প্রেম কভু মরে না,
যুগে যুগে বাঁচিবে সে প্রেম মরনেও সে ডরে না।


ইতিহাসের পাতায় পাতায় লেখা রবে প্রেমকথা,
অনাগত যুগলবন্দী পালন করুক নিরাবতা।


ফুলে ফুলে বাসর সাজবে কারবালার প্রান্তরে
চাইনা স্বর্গীয় হুর তুমি রবে অন্তরের অন্তরে।


আজ সুখপাখি মেলবে ডানা ভুলে যাও মিথ্যে ভয়,
অমর প্রেমের হোক জয়, অমর প্রেমের হোক জয়।