ঝিম ধরা রাতের বুকে কান পেতে শুনেছি তার দুঃখজাল,
নববধূ সেজে যে নারী অপেক্ষায় বাসরে,
তার মনে কত –শত প্রশ্নের আনাগোনা,
ঝিঝি পোকারা আলো ফেলে চলে যায় অদুর বনে,
মনের ক্যানভাসে উঁকি দেয় ছেড়ে আসা প্রিয় কিছু মুখ,
যার সাথে দেখা হয়নি কোনদিন, সে এসে খিল দেয় দুয়ারে।
অন্ধকারেও দৃশ্য রচিত হয়, ডাকা ঝাপটায় স্বাদের কবুতর,
ওহ প্রেম ক্ষমা করে দিও , আজ থেকে তুমিই বেশী পর।


রাতের সকল লজ্জা ধুয়ে মুছে যাবে স্নানের জলে,
সকালের ভেজা শাড়ি শুকিয়ে যাবে সন্ধ্যার বাতাসে।  
এমনই ঝড়ের রাতে কত নারীর ঠিকানা হয়েছে বদল,
কত প্রেমিক কাটিয়েছে নির্ঘুম রাত, কেউ তা জানেনা,
তারপর কোন অচেনা শরীরে চাষাবাদ হবে মানুষের ভবিষ্যত।