মুসলমানের শুভদিন বলে কিছু নেই
অভিধানে শুভবর্ষ বলেও কিছু নেই
পাক্কা মুসলমান বরাবরই ভাগ্যবান
মরে গিয়ে হয় মহীয়ান,বাচঁলেও মূল্যবান ।


চারিপাশে যা কিছু আছে কল্যাণ
সবই প্রভু তোমার মহত্বের শান
তুমিই আমাদের দিয়েছো সম্মান
তোমারই করুণায় আমরা মুসলমান ।


সব মানুষের ভীড়ে তাই আমরাই শ্রেষ্ঠ
আমরাই দেখাবো আলো যারা পথ-ভ্রষ্ট
দ্বীনের ঝ্বান্ডা হাতে হবো নিবেদিত প্রাণ
তবেই একদিন ধ্বনিত হবে কালেমার জয়গান ।