‘আমার স্বাধীনতা‘র সংজ্ঞা এখনো স্পষ্ট নয়
কিছু বলতে গেলেই মনে লাগে ভয়
কিছু লিখতে গেলেই রাজ্যের সংশয়
আর কতকাল স্বাধীনতা‘র হবে পরাজয় ।
 
একে একে সময় বয়ে যায় সময়ের মতন
পুরাতন যা ছিল আজও সেই পুরাতন
তিক্ততায় ভঙ্গুর দেশ-মাতৃত্বের বন্ধন
বহুকাল আগেই এই মানবতার হয়েছে পতন ।
 
হাসিটি সবার যেন মিলিয়ে গেছে বাতাসে
পিন-পতন নীরবতা শুধু  চারিপাশে
অবরুদ্ধতায় সবারই দম বন্ধ হয়ে আসে
প্রকাশ্যে গুটিকতক শুধু বাকাঁ হাসি হাসে ।