আমার বাংলার বর্ণমালার দৈন্যতা
জানি না তা ঘুচবে কবে
ভিন্ন ভাষার বর্ণের মিশ্রণে
বাংলার সৌন্দর্য নেই অনুভবে ।


২১শে ‘ফেব্রুয়ারী’ ভুলতে না পারি
আজও দাগ কাটে মনেতে
যদিও গর্বিত ‘ফেব্রুয়ারী’ শব্দখানি
এসেছে সেই বিলেত হতে ।


‘বাংলা একাডেমি’ যেনো বাংলার কেন্দ্রবিন্দু
এ তো বাংলার আশা-ভরসা
চোখ বন্ধ করে যখন ভাবি ‘একাডেমি’
এ ওতো ভিনদেশি বিলেতি ভাষা ।


এই মিশ্র প্রয়োগের অবসান হোক
খাঁটি বাংলাটা বেঁচে থাকুক আজন্ম
রক্তের বিনিময়ে আগলে রাখা
এই বাংলার স্বাদ যেন পায় নতুন প্রজন্ম ।