মনে কি পড়ে আজ এইদিনে
এসেছিলে তুমি এই ধরণী ‘পরে
আদর-ভালোবাসার বন্যায় ভেসে
মায়ের কোল আলোকিত করে !!


আজও যেনো সেই দিন গুলো
স্মৃতির পাতায় আছে অঙ্কিত
দিন ক্ষয়ে যায় শত ব্যস্ততার ভীড়ে, তবুও
মাঝে মাঝে হৃদয় করে পুলকিত।


ধন্য মানব ধন্য আমরা সবে
মানব হয়ে যে জন্মেছি এ ধরায়
আল্লাহর দেয়া রঙ-রূপে আর
হাজারো নিয়ামতে যেনো প্রাণটা জুড়ায় ।


ধরণীতে এসেছি আবার চলে যাবো
স্রষ্টার ডাকে কোন একদিন , এতো নয় মিথ্যে
কর্মের মাঝে নিজেকে খুঁজে নিতে হবে
নয়তো বংশ পরিচয়ে কিনবা বিত্তে।