সময়ের টান পোড়নে আজ কে কোথায় গেলো
হারিয়ে যাওয়া মধুর স্মৃতি হলো এলোমেলো
গলায় গলায় মাখামাখি কত যে কথা হতো
সবাই যেন ব্যস্ত আজ নেই তো আগের মত ।


কত যে সময় পার করেছি বন্ধুত্বেরই টানে
মনে হতো ঐটাই বুঝি সুখী-জীবনের মানে
বন্ধুত্বেও পাগল ছিলাম , ছিলাম অন্ধ ভক্ত
বন্ধুত্বের টানটা ছিল তখন অনেক শক্ত ।


সুখের জীবন ওটাই ছিল , আনন্দেও ভরপুর
বুঝিনি সেই সুখ খুঁজতে যাবো অনেক দূর
হয় না দেখা হয় না মিলন শুধুই স্মৃতি রোমন্হন
এসব কিছুই ভুলতে আজ লিখি বাণী চিরন্তন ।


বন্ধু ছিল পাগলা মনের কেউবা মনে হালকা
কেউবা ছিল ভাঙ্গা-চোড়া কেউবা আতেল মার্কা
কেউবা ছিল হ্যাঙ্গলা পাতলা কেউবা ছিল মোটা
তবে সরল বুদ্ধির বন্ধুদেরকে খেতে হতো খোটা ।


দিন চলে যায়, মাস ঘুরে যায়, বছর চলে আসে
একদিন সবাই মিলবো বলে প্লান মাথায় আসে
শত শত প্লান করেও, আজ যে যার মত থাকি
সেই মধুর স্বপন, মধুর মিলন, সবই রইল বাকী ।


সুযোগ কি ভাই এমনি আসে,সুযোগ ধরতে হয়
জীবনটা আজ বাক্সে বন্দি , স্বাধীন সে আর নয়
তবুও আমার আবেগ গুলো স্বপ্ন দেখে যায়
আবার সবে মিলবো ভেবে থাকি সেই আশায় ।