পনেরোটি বছর কেটে গেলো কী ভাবে !!
অবাক হয়ে ভাবি - এই তো সেদিন
প্রাণের প্রজাপতি হয়ে এসেছিলে তুমি
রংহীন এ আকাশটা আমার করেছিলে রঙীন ।


রংধনুর মতই আজও ঐ আকাশের নীলে
আমিও আছি তোমার, তেমনই ;
দিনে দিনে আরো শক্ত বাধনে তুমি
বাঁধিছো আমায় কেবলই ।


যেনো স্বপ্নহীন ছিলো এ প্রাণ আমার
ছিলো না তো লক্ষ্য কোনো কাজে
আজ তুমিই কেন্দ্রবিন্দু আমার
এই জীবন-বৃত্তের মাঝে ।


দিনে দিনে আমার সূর্যটা যেনো তুমি,
আর মায়াবী আলো, ঐ পূর্ণিমা রাতে
চিরসবুজের তুমি চাঁদোয়া প্রভাতে
তোমাতেই হারাতে চাই এখন হতে ভবিষ্যতে ।


আজও অবধি না দেখা স্বপ্নগুলো
বেঁচে আছে শুধুই তোমাকে ঘিরে
ফেলে আসা মুখোরিত দিনগুলো
ঘুমিয়ে আছে স্মৃতির গভীরে ।


যখন এ জীবন-তরী ছুটে লক্ষ্যহীন
একপ্রান্ত হতে অন্য কোনো প্রান্তে
আবারও হারানো কূল ফিরে পায় যেনো
তোমার অনুরাগের ছোঁয়াতে ।


জীবন-যুদ্ধের এই খেলা-ঘরে
কখনো কখনো হাঁস-ফাঁস লাগে
তবুও তো হয়নি ছন্দ-পতন দুজনাতে
দূ:খে-সুখে কিংবা রাগ-অনুরাগে ।


তুমিহীনা এ জীবন আমার
কখনো তো ভাবি না
এক বসন্তের পরে আরো বসন্ত আসুক
শুধু এই তো করি প্রার্থনা।
এই জীবনে,
কখনোই শোধিতে পারবো না
তোমার যত ঋণ
ছন্দময়, আরো আনন্দময় হোক আমাদের জীবন
এই প্রার্থনা করি প্রতিটিদিন ।।


(বি:দ্র: ১৫তম বিবাহ বার্ষিকী উপলক্ষ্যে )