‘আমার প্রিয় সোনার বাংলা’
তোমায় আমি অনেক ভালোবাসি
সোনালী এই বাংলায় আমার
হাসি-মাখা দিন ছিলো রাশি-রাশি।


শান্তি-প্রিয় মানুষের দেশে
কেনো হলো এই অশান্ত সমাজ ?
সেই বাংলার সুখ - হাসি
কোথায় হারিয়ে গেলো আজ ?


গোলা ভরা ধান ছিলো, প্রাণ ছিলো
পুকুর ভরা মাছ আর উদারতা মনে
আজ শুধুই শূন্যতা চারিদিকে, জানি না -
আজ হারালো সব কোনখানে ?


দুর্নীতি আর কালো টাকার প্রীতি
পরতে পরতে মিশেছে রক্ত কণিকায়
রক্ষক যখন ভক্ষক হয়, তবে-
এর সমাধান আছে কোথায় ?


আর কতকাল এই বাংলা আমার
মুখ থুবরে রবে জীর্ণতায়
আর কতকাল পরে মায়ের কষ্ট
গুচাবে এই বাংলার জনতায় ?


আর কতকাল অবহেলিত হবে
বাংলা মায়ের মমতা মাখানো সৌরভ ?
অচিরেই তবে ফিরিয়ে আনতে হবে
আমার মায়ের সোনালী সেই গৌরব !


আর দেরি নয়, ভুলে যাও-
ভুলে যাও দ্বন্দ্ব- রেষারেষি, যত বিদ্বেষ
হাতে হাত রেখে, নব প্রতীজ্ঞায়
চলো না সবাই গড়ি ‘নতুন বাংলাদেশ’ ।।