চলো রে ভাই , আমরা সবাই
সময় গুলোকে কাজে লাগাই
আল্লাহর পথে বের হয়ে যাই
জীবনটাকে চলো সুন্নাতে সাজাই ।


দ্বীনের জন্য আরাম আয়েশ কমিয়ে
দাওয়াতের কাজে, নিজেকে বিলিয়ে
আমাদের যেতে হবে আরও এগিয়ে
চলবো নবীর শিক্ষাকে বুকে নিয়ে ।
 
সুখ পাখির খোঁজে আর কতকাল 
ছুটে চলা ঐ মরীচিকার পিছে
জীবন ক্ষয়ে যাবে সুখের অসুখে
এই মোহ-মায়া শুধুই যে মিছে ।
 
দিন যত যায় , নতুন যত আসে
কঠিনতর যেন জীবনের গল্প গুলো
ফিতনা-ফ্যাসাদ হতে বেঁচে যাবে
নবী-রাসূলের পথে যদি চলো ।
 
তোমার অর্থ, সময় আর কর্ম-সামর্থ্য
এটাই চান আল্লাহ তোমাদের থেকে
যতই কোরবানি ততই মেহেরবানী
ততই কাছে পাবে মহান আল্লাহকে ।


আল্লাহর বাণী, নবীর আদর্শ সামনে রেখে
ভুলে যেতে হবে নিজেদের মাঝে যত বিভেদ
‘নিজের মতামত’ ‘নিজের ইচ্ছা’ কে বলি দিয়ে
মেনে নিতে হবে বড়দের সব আদেশ -নিষেধ ।
 
৪০দিন কিংবা ৪ মাসের সাথী
সেটাতো নয় কারো কোন পরিচয়
আল্লাহর জন্যই যদি সব কিছু হয়
সাফল্য তার মিলে যাবে নিশ্চয় ।
 
আর দেরি নয় , আর বসে থাকা নয়
ভাই-বন্ধু মিলে চলো জামাতে যাবো
চলো চলো চলো আর সকলেই বলো
শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে মিলেমিশে রবো ।
 
একাকী এই পথে পারবেনা এগিয়ে যেতে
ভালোবেসে সকলেরে নিতে হবে সাথে 
হাসি-মাখা মুখে , ভুল- ত্রুটি ভুলে
ইখলাসের সাথে থাকো আল্লাহর পথে ।