সে অনেক দূরে , সাত সমুদ্দের ওপারে
একাকী নিভৃতে কিনবা ব্যস্ততার ভীড়ে
ছোট্ট বেলার ঈদের ক্ষণ আজও মনে পড়ে
কত যে আয়োজন ছিলো সব পরিবারে ।


চাঁন রাত , শবে বরাত আর কোরবানীর হাট
নতুনের ভীড়ে দোকান গুলো ছিল জমজমাট
সীমিত বাজেটে মধ্যবিত্তরা হতো কুপোকাত
তবুও প্রতিটি পরিবারে যেন বসতো চাদেঁর হাট ।


নাড়ির টানে ছুটে আসতো গ্রামে শহরের মানুষ
স্বজনের স্নেহ-মায়ায় যেন ফিরে পেতো হুঁশ
পাড়া-প্রতিবেশীতে ছিল হৃদ্যতার জৌলুস
মিলে মিশে ঈদ গুলো ছিলো এক রঙের ফানুস ।  


হায় দিন ! কৈ গেলো ! ভালই ছিল শৈশব
চারিদিকে সুন-শান নেই আজ কলোরব
‘ডিজিটাল যুগ’ তাই ফিকে সব সৌরভ
সময়ের ব্যবধানে হারিয়েছে ‘সোনালী বৈভব’ !