সময়ের সাথে মিলিয়ে যাওয়া সেই মুখ গুলো
স্মৃতির পাতার ভাজে যেন পড়ে গেছে ঢাকা
নতুনের ভীড়ে হারিয়ে গেলেও সেই মুখ গুলো
খেয়ালি মানস-পটে আজও রয়েছে আঁকা ।


তারুণ্যের রঙে রাঙানো ছিলো সেই দিনগুলো
দ্বিধাহীন দুরন্তনপনাও ছিলো সুখ মিশ্রিত
প্রেমের আলাপন গুলোও ছিলো মন্ত্রের মত
সব হারিয়ে সবের মাঝে আজ যোজন দূরত্ব ।


ব্যস্ত প্রজাপতির মত এই মন পলকে শুধু উড়ে
অশান্ত ঢেউগুলো যখন এসে ভীড় করে তীরে
ইচ্ছে করে নিজেকেও বিলিয়ে দিই ঐ ধূঁধু প্রান্তরে
মরীচিকার আলো পড়ে পড়ুক এই বিদ্বগ্ধ অন্তরে ।