তুমিই একক, অদ্বিতীয়
তুমিই মালিক,প্রশংসনীয়
তুমিই গাফ্ফার , আমার অন্তর্যামী
তোমারই অধম বান্দা - এই আমি ।


আমি তোমাকে চাই আরো ভালোবাসতে
আমি চাই তোমার আরো কাছে আসতে
আমি চাই তোমার প্রতিটি বিধান মানতে
আমি চাই তোমার ক্ষমতার কাছে অবনত হতে
আমি চাই তোমার জন্য প্রাণটা বিলিয়ে দিতে
আমি চাই সারাটি দিন তোমাকে স্মরণ করতে।


শোধরাতে চাই প্রভু, তবুও ভুল করি প্রতিনিয়ত
এতো চাই তবুও অক্ষমতার কাছে হই পরাজিত
ভালো তো আমল নেই তোমাকে খুশি করার মত
তাই - প্রভু তুমি ! তোমারই কাছে প্রার্থনা যত,
ক্ষমা করো আমায়-
                আমি তো পারবো না তোমা হতে
                পালিয়ে বেঁচে থাকতে
                আমি তো পারবো না তোমার
                ক্ষমতার মোকাবেলা করতে
                আমি তো পারবো না তোমার
                দৃষ্টির সীমানা ছাড়িয়ে যেতে
                তাই তো প্রভু, ছুটে আসি বারেবারে
                তোমার’ই ক্ষমার দ্বার প্রান্তে ।