আজ নাকি তোমার জন্মদিন, মনে পড়ে গেলো
এমনই দিনে মায়ের কোল করেছিলে আলো
সময়ের আবর্তে আজ কতগুলো বছর গড়ালো
জানো নাকি বন্ধু, ঐ শৈশবটাই কিন্তু ভালো ছিলো ।


সে যাই হোকঃ
আজ ৪৮ এর কোটায় দাঁড়িয়ে কী দেখছো ?
বুঝি, বুক ফুলিয়ে তৃপ্তির ঢেকুর তুলছো
পরিজন সাথে লয়ে সুখের চাঁদোয়া জানি বুনছো
জীবন যুদ্ধের চৌকস সৈনিক নিজেকে ভাবছো ।


এতো গুলো বসন্তেও জীবনের মানে কি খুঁজে পেয়েছো
সুখের নেশায় জানি নিজেকে আড়াল করে নিয়েছো
সকাল-সন্ধ্যার ব্যস্ততায় মাতৃভূমির মোহ যেন তুচ্ছ
এমনি করেই সুখের আশায় দূরদেশে পড়ে থাকছো।


বয়সের ভারে আজ জীর্ণ এই শরীর তোমার
সাফল্যের গৌরব চিহ্ন বুঝি আঁকছো ঐ বক্ষে
চাওয়া-পাওয়ার হিসাবের খাতা খুলে দেখো
‘ভোগেরই জীবন’ কাটিয়েছো নিজেরই অলক্ষ্যে ।


'ভোগ আর লক্ষ্যহীন' প্রাণে সুখ কখনোই ধরা দেয় না
আল্লাহর আনুগত্যেই থাকে সকল সুখের আনাগোনা
ক্ষুদ্র এই জীবন নিয়ে অযথা হেলাফেলা আর না
‘পূণ্যময় জীবন’ আসুক জীবনে এই শুভকামনা ।