মা-বাবার আদর্শই সন্তানের জন্য পাথেয়
ধন-সম্পদ মান-সম্মান হতে ঐগুলোই শ্রেয়
মানব-সন্তান হলো শ্রেষ্ঠসম্পদ এই দুনিয়াতে
যা শিখবে তারা, গুণীও হবে সেই অনুপাতে ।


মায়ের স্নেহের স্পর্শ আর বাবার পূণ্য আর্দশ
বলিষ্ঠ চিন্তার সুসন্তান হবে, মননে উৎকর্ষ
মায়ের মায়া- মমতা, বাবার নিঃস্বার্থ সততা
সেই সন্তানও আনবে বয়ে সাফল্যের বার্তা।


মায়ের তাকওয়া আর বাবার দ্বীনদারী
সন্তানেরা হবে উত্তম শিষ্টার অধিকারী
মায়ের নমনীয়তা আর বাবার কঠোরতা
সেই সন্তান শিখে নিবে নিয়মানুবর্তিতা ।


মুহাম্মদ (সা:)এর সুন্নাত, করযেই বাবা মা মানবে
সমাজে শৃঙ্খলা সেই সন্তানেরা আনবে
মানুষকে যখন দিবে সম্মান, দিবে ভালোবাসা  
সেই গুণ সন্তানের মাঝেও জাগাবে প্রত্যাশা ।


মায়ের মেধা-বুদ্ধি আর বাবার বীরত্ব
চৌকষ সন্তান হবে, দৃঢ়তায় হবে পোক্ত
সন্তান সেরা হয় সেরা বাবা-মায়ের জন্য
এমন মা-বাবাই পাক সমাজে প্রাধাণ্য ।


বাবা মা’ই হলো সন্তানদের শ্রেষ্ঠ শিক্ষালয়
সেইখানেতে শিক্ষা নিয়ে তারা বিশ্ব করে জয়
মায়ের শিক্ষা আর বাবা দীক্ষা পায় যে সন্তান
এক সময় তারা বুড়িয়ে গেলেও করবে সে সম্মান ।


প্রত্যাশা করি, স্রষ্টাকে মেনে চলুক সব বাবা-মা
সুসন্তানের পরিচয়ে পাবে তারা আর্দশ উপমা
‘ভালো বীজে ভালো ফলন’ কিন্তু অবশ্যই হয়
গোবরে পদ্ম ফুটে কদাচিৎ, তবে সব সময় নয় ।