মন আমার চায় ফিরে যেতে
সাদামাটা জীবনের সমীকরণে
ক্লান্ত আজ, এই জীবন আমার
ব্যস্ত নগরীর রক্ত-ক্ষরণে ।
 
হয়তো বা সেই সবুজের বুকে
খোলা আকাশে , মেঠো পথে
দগ্ধ এ প্রাণ খুঁজে পায় সুখ সে’ই বাংলাতে 
শাপলা-ঝিনুক আর আম-কাঁঠালে
মন-মাতানো ধান-সিড়িঁতে।


যেখানে -
গগন চুম্বি অট্টালিকার ভীড় নেই
যান্ত্রিক কোলাহলের ক্রন্দন নেই
সোনালী-সবুজ রঙের শেষ নেই
রূপালী জীবনের ছোঁয়া নেই
পারিবারিক বন্ধনের অভাব নেই
এ মন শান্তি খুঁজে পায় সেখানেই ।
 
গ্রাম-বাংলার সেই মধু-ক্ষণ গুলো
আজও দোলা দিয়ে যায় অজান্তে
হৃদ্যতা হাসি উল্লাস সবই তো ছিলো
সুখী জীবনের বাতাস বইতো প্রাণেতে ।


হয়তো কিছু ভুল, কিছু অভিমান
তবে, ছিলো না হিংসা-বিদ্বেষ তত
এই ব্যস্ত নগরে বেঁচে আছি সবে অনাদরে
জীবন থেকেও, যেন জীবনমৃত ।


মানুষ যেন আজ মানুষের’ই শত্রু
যে যত পায় সে আরও বেশি চায়
কেউ তো আর কারও নয়, তাই-
কুড়ালের আঘাত পড়ছে মানবতায় ।
 
একাকী বসে শুধু ভাবি ,কেনো
এই টানা-পোড়নের জীবন
চারিদকে শুধু হাহাকার-অনাচার
প্রত্যহ আমায় করে যায় দহন ।


প্রাণ খুলে হাসে না কেউ যখন- তখন
মনের মিল যেন হয় না আগেরই মতন
-‘সকলের তরে সকলে আমরা’ -
এই বাক্যমালা আজ শুধুই প্রহসন ।