যদি বলো কেমন আছি, সেই আগের মতই কিনা
আমি আছি আগের আমি’ই, শুধু আছি তুমিহীনা
আজও আমি জোঁছনা দেখি, বসন্ত দিনের মতই
আজও আমি স্বপ্ন দেখি, স্বপ্ন ভাঙ্গে যতই ।


তুমিহীনা আজও আমি ফুলকে ভালবাসি
সবাইকে নিয়ে দূঃখ-সুখে থাকি পাশাপাশি
এখন আমি অনেক বেশি লেখা-লেখি করি
যা কিছু হোক, চলে চলুক মনে নাহি ধরি ।


তুমি ছাড়া আর তো কিছু, হারাইনি এ জীবনে
তাই তো আমি যাইনি ভেঙ্গে তোমার কারণে
তবে দিনগুলো সব কাটছে আজ স্মৃতি রোমন্হনে
যা ইচ্ছে তাই লিখেও যাই,  যা আসে এই মনে।


যদি প্রশ্ন করো, সময় আমার কাটে এখন কেমন
কেমন করে হাসছে হৃদয়, থাকছে আমার মন :


ব্যস্ত আমার কাটে সময়, অনেক কিছু নিয়ে
আমি আছি আমার মতই, লেখায় সময় দিয়ে
তোমার সাথেও দেখা দেখির নেই যে আয়োজন
দেরি হওয়ার কৈফিয়তেরও নেই যে প্রয়োজন।


নিজের মনেই যাই হারিয়ে, মন যেখানে চায়
ঐ আকাশের নীলের মাঝেও, মন যে দোল খায়
তেপান্তরের ঐ পাড়েঁতে, আকাশটা ছুঁয়ে যায়
তুমিহীনা থাকবো সেথায়,স্নিগ্ধ আলোর ছায়ায়।