মানুষ বড়ই বে-হিসেবি বড়ই খেয়ালি
জীবনের সমীকরণে সে যে বড্ড হেয়ালি
সহজে যা পেয়ে যায়, পায়ে ঠেলে দেয়
অকারণে যা হারায় তা বুকে টেনে নেয় ।


মানুষ জড়িয়ে যায় সস্তা প্রেমের মায়ায়
সার্থকতা খুঁজে পায় ক্ষণিকের ভালোবাসায়
কামনা বাসনার লোভে যেন জীবনটা অসাড়
বোকা মানুষের ভীড়ে ন্যুব্জ আজ জগৎ সংসার ।


আজন্ম এই খেয়ালি খেলায় মত্ত এই মানুষ
অহেতুক জিনিসের পিছে বিলায় সব হুশ
ইচ্ছে করেই কষ্টকে ভালোবেসে, পায় যেন ছন্দ
বে-হিসেবি জীবনেই খোঁজে সে আনন্দ ।


ক্ষুদ্র এই জীবন ভেবে থাকে সুখে মত্ত
ইচ্ছে করেই মানুষ ভুলে যায় চির মহা সত্য
অসীম জীবনের কথা মনে দাগ কাটে না
যা হবার তাই হবে , কিসের এত ভাবনা ।