এ যেন হঠাৎ কোনো এক নাটকের অবতারণা
আতঙ্কের ভেলা দিকবিক করেছে আনাগোনা
বৈশাখী ঝড়ের মাঝেই বুঝি এই জীবন যাপন
অপাত্রেই তোলা থাকে যত স্বান্তনা।


কত জনের চাকুরী গেলো ব্যবসাও গেলো
হারিয়ে গেলো লাখো জীবিকার ধারাপাত
স্বজন পরিজনে এলো ছন্দ পতন, ছিন্ন হলো বন্ধন
করোনা আঘাতে রক্তাক্ত হলো ধনী গরিবেরও হাত।


কভিড-১৯ আজ যা শেখালো -


“ যদি করো চাকুরী , হতে হবে তা সরকারী
কাজ করুক বা না করুর মাস শেষে তোমার
মিলে যাবে সেলারী ,
যদি করো ব্যবসা, হতে হবে সব্জি- তরকারী
কিনবা নিত্য প্রয়োজনীয় জিনিসের গ্রোসারী
এতে, কাঁচা টাকা আসবে হাতে তাড়াতাড়ি ।
যদি করো বিয়ে কিংবা ভালোবাসা-বাসি
বেছে নাও প্রতিবেশী, যে থাকে পাশাপাশি
হাজার মাইল পথ হবে না দিতে পাড়ি
হাতের নাগেলেই থাকুক না শ্বশুর-বাড়ী ।”


যদি না মেলে তোমার উপরের একটিও
হতাশ হবার কিছু নেই জেনো
মানুষ তুমি এটুকুই তোমার পরিচয়
মহান আল্লাহ দিয়েছেন শক্তি, তুমি বিস্ময়।


উথ্থান-পতন মানুষেরই হয়
ধনীও হয় গরীব , হয় জয়-পরাজয়
সৎ হও শ্রমে দাও কঠোর পরিশ্রম
মনে রেখো - হালাল রুজিই সর্বোত্তম ।


হালাল রুজির, কোন কাজ ছোট কিংবা বড়
কিবা এসে যায় , সেটাই মন দিয়ে করো
প্রভুর সন্তুষ্টিই হোক সবার প্রত্যয়
সাফল্য একদিন ধরা দিবে নিশ্চয় ।


সুখী হবার কিংবা সুখী পরিবারের মানদন্ড
নয় তো শুধু কাড়িকাড়ি টাকা আর সম্মান
আল্লাহ ও রাসূলের বিধান মেনে চলো
মানুষ ঠকিয়ে ভেবে তুমি বুদ্ধিমান ।