বন্ধুদের আড্ডাটা সে এক অন্যরকম আনন্দ
হাসা হাসির কথার মেলায় খুঁজে পাই যত ছন্দ
যে যা বলুক কি আসে যায়, ভালো কিনবা মন্দ
মিলবো এসে আবার হেসে,রাখবো না কোন দ্বন্দ্ব ।


বন্ধু মানেই প্রাণের হাসি, বন্ধু মানেই গলা-গলি
মিলবো যখন ঈদের মতই করবো কোলাকুলি
কে বা কোথায়, দূর শহরে গেছো বুঝি চলি
মনের টানে আসবো ফিরে দূরত্ব হোক মামুলি ।


কেউ বা ছিল নরম মনের, কেউ বা কাট-খোট্টা
কেউ বা দূরে সরে গেছো খেয়ে বিষম খোটা
ক্ষুদ্র এই রঙের মেলায়, ক্ষুদ্র সবার জীবনটা
ভুলটা আবার ভুলে গিয়ে ভাঙ্গো ভুলের নিয়মটা।