'প্রিয় মানুষের সাথে আর দেখা হবে না
আদর করে আর কাছে ডাকবে না' -
ভেবে সব স্মৃতি গুলো হই আনমনা
হৃদয়ে বয়ে যায় যেন নীরব কান্না ।


আজও সেই দিনগুলো মনেতে পড়ে
হাসা-হাসিতে কেটে যেতো দিন সবাইকে ঘিরে
বটবৃক্ষের ছায়ার মতন রাখতো বুকেতে ধরে
মনটা যেন ভরিয়ে দিতো আদরে আদরে ।


হঠাৎ করেই যেন সব হলো এলোমেলো
প্রাণের মানুষ আমার কোথায় হারালো
যাবার বেলায় নিয়ে গেলো সব আলো
রেখে যাওয়া সুখ গুলো স্মৃতি হলো গেলো ।


কাছে নাই তবুও প্রাণের মাঝে আছে
আমার আকাশে সে যে তারা হয়ে বাঁচে
যত প্রার্থনা সব যেন যায় তার কাছে
এই অধম, মহান আল্লাহর করুণা যাচে ।