মা যে তুমি স্বপ্ন আমার তুমিই সুখের ধারা
তোমার পরশ পেলে আমি হই যে দিশেহারা
তুমিই আমার পরম বন্ধু তুমিই আপন জন
আমার সুখের জন্য তোমার নিত্য আয়োজন ।


তুচ্ছ করি রাজার ধনও, তুচ্ছ সোনার পাহাড়
মা’কে জানি এই ধরনীর আমার শ্রেষ্ঠ উপহার
প্রভুর কাছেও প্রিয় আমার মায়ের মোনাজাত
তার দোয়াতেও সহজ হবে আমার আখেরাত।


বেহেশতের ঐ নাজ নেয়ামতের তুলনা কিছু নাই
বেহেশতী কিছু সুবাস যেন মায়ের কাছেও পাই
এই ধরনীর মিছে মায়ায় চাই না বিশ্ব জয়
মায়ের পায়ের নিচেই আমার বেহেশত পড়ে রয় ।


ক্ষণিক সুখের এই ধরনী লাগে বড়ই নিঠুর
মায়ের মায়া ছাড়িয়ে একদিন হারিয়ে যাবো দূর
সেথায় মা’কে চাইবো আমি আরশের ঐ ছায়ায়
সেইখানেও থাকতে চাই মায়ের স্নেহ মায়ায় ।