দুনিয়ার সব মাসজিদ যে আল্লাহর ঘর

তার মাঝে খুঁজে পায় মুসলমান তার পূণ্য

মানুষের ভেদাভেদ যেথায় মিলেমিশে যায় 

সেই মাসজিদ থাকে স্রষ্টার নিয়ামতে পূর্ণ ।


মাসজিদের নামে আজ কেনো হানাহানি
ভ্রাতৃত্বের বন্ধন আর কেউ মানে না
মুসাল্লিদের হৃদয় গুঁড়িয়ে মাসজিদ গড়ো
সেই মাসজিদ কেউ তো চায় না ।


মাসজিদ যেন আজ সমাজপতিদের সম্পদ
যে ভাবে ইচ্ছে চলছে তাদের নিয়ম নীতি
ন্যায়-অন্যায় বলার ঐ মিম্বার হারিয়েছে গৌরব
হারিয়ে গেছে মুসলমানের ভ্রাতৃত্বের সম্প্রীতি ।


নিজের সময় নিজের শ্রম বিলিয়ে
মাসজিদ গড়িছো তুমি, মুসাল্লিদের তাড়িয়ে
জানো না হে স্হপতি! নিজের অজান্তেই
জাহান্নামের দিকে দিয়েছো হাত বাড়িয়ে ।


কত যে পদবী এই মাসজিদ কমিটির নামে
অর্থবরাই করেছে যে দখল সেই সবের
রবের সন্তুষ্টির জন্যই যদি সব কিছু হয়
তবে প্রার্থনা করো তোমরা কোন সেই রবের ?


আল্লাহর কাছে ঈমানওয়ালার মূল্যই অধিক
নয় তো মাসজিদ, নয় তো এর মাধুর্য
মুসাল্লিকে ভালবাসো,নয় তো কোন দালানকে
মাসজিদের সৌর্ন্দয্য মুছাল্লি, নয়তো এর কারুকার্য ।