এই পৃথিবীর জীবন যেন নেশারই মতন ঘোরে
মনের সাথে প্রাণ মিলে, মায়ার বন্ধনে রাখে ধরে
এই বন্ধন ছিঁড়ে, একদিন চলে যেতে হবে দূরে
সেই দূরত্বটা সসীমকে ভেদ করে, অসীমের ঘরে ।


এতো যে কোলাহল এতো যে রঙ পৃথিবীকে ঘিরে
ভালো লাগে যা দেখি,চারিদিকের আনন্দের ভীড়ে
সোনালী আলোর বন্ধন দাগ কাটে মনের গভীরে
প্রতিটি মানুষ একেঁ যায় স্বপ্ন নিজেরই অগোচরে ।


বাবা মা ভাই বোন আর প্রিয়জনের বন্ধনের ফেরে
ক্ষণিকের,এই জীবনের মহাপরিকল্পনা আঁকি অধরে
সব প্রয়োজন যায় থমকে,সেই বন্ধন যখন যায় ছিঁড়ে
জীবনের সব আয়োজন,পড়ে থাকে তখন অনাদরে ।