এই পৃথিবীর সবই পাবে, টাকার বিনিময়ে
বাড়ী গাড়ী সবই পাবে দেশ- দেশান্তরে
শুধু মায়ায় ভরা, স্নেহে ভরা মায়ের আদর
পাবে না কো কোথাও খুঁজে কারো অন্তরে ।


এই পৃথিবীর সে’ই তো ধনীর ধনী
মমতাময়ী মা জননী আছেন যার কাছে
মায়ের মতন এমন রত্ন তার ভাগ্যেই জোটে
আল্লাহতালার অপার রহম, যার কপালে আছে ।


আল্লাহতায়ালার অশেষ কৃপা, মা দিয়েছেন যারে
মা’ই তার এই জগতের শ্রেষ্ঠ উপহার
যার পরশে ধন্য সবাই ধন্য মানব জীবন  
হারিয়ে গেলে এমন রতন মিলবে না তো আর ।


ভালবাসার কত গল্প শুনি, অমর যত প্রেম
মিথ্যে টানে, মিথ্যে প্রেমে যাচ্ছে জীবন ভেসে
সত্যিকার ভালোবাসা নাই তো কারো প্রাণে
মা’ই শুধু ভালোবাসে শুরু থেকে শেষে ।


চারিপাশে তোমার যতই থাকুক প্রাণের প্রিয়
জীবন দিয়ে প্রাণের প্রিয় কেউ কি আর হবে ?
স্রোতের টানে সব সাথীরা, হারিয়ে যখন যাবে
সুখে-দূ:খে মা'কেই তুমি, সবচেয়ে কাছে পাবে ।


ওরে অবুঝ ! হুঁশিয়ার হও তুমি আজ
মা যেন তোমার ভুলেও করে না ‘ওহ!’ আওয়াজ
মায়ের কষ্টে মহান আল্লাহও হন নারাজ

মায়ের চরণেই পড়ে রয় তোমার বেহেস্তের তাজ।