মানুষ তারা, ভাবটা দেখায় মনটা খোলামেলা
কিন্তু কর্ম তাদের শুনলে পরে কানে লাগে তালা
ভোলা-ভালা চেহরাটায় ভক্তি আনে মনে
তবে তারা আত্মীয়তা ছিন্ন করে কেমনে ।


আত্মীয়তা রক্ষা করা নবীর কড়া আদেশ
এই বিষয়ে বে-খেয়ালীর আখেরাতও হবে শেষ
কপালে তাদের দাগ পড়েছে সেজদা দিতে দিতে
তবুও দু’জনের চলার পথ হয় যে দু’ পথে ।


কেমন করে বিদেশ বিভুঁইয়ে মনে আসে বিদ্বেষ
আপন মানুষ কাছে থেকেও, যেন থাকে নিরুদ্দেশ
একই দেশে থেকেও দেখা হয় না বারোমাস
মনের বিষ ছড়িয়ে তারা করছে সর্বনাশ ।


সম্পর্কের এই টান পোড়নে পিষছে সন্তানেরা
বিদেশ বিভুঁইয়ে আত্মীয়তার লেগেছে ভীষণ খড়া
এই ভাবে কি গড়বে তারা ভবিষ্যতের সমাজ
এইগুলো তো মানুষ নামের শয়তানেরই কাজ ।


বিদেশ বিভুঁইয়ে আপন-পর হবে আরও আপন
মনের কথার আদান-প্রদান হবে যখন-তখন
সুস্হ সমাজ গড়তে হলে আত্মীয়তা রক্ষা করো
ইসলামী জীবন চাইলে পরে নবীর সুন্নাত ধরো ।