ইচ্ছে করে যাই হারিয়ে ঐ সবুজের স্নিগ্ধতায়
মন হারাবে প্রাণ হারাবে সেই প্রকৃতির মুগ্ধতায়
ইচ্ছে করে যাই ছুটে যাই আবার সেই গ্রাম-বাংলায়
মন যে হারায় আজও আমার, সেই সবুজের রঙ-মেলায় ।


ইচ্ছে করে ফিরে যেতে ছোট্ট বেলার সেই দিনগুলায়
সহজ সরল সেই বন্ধুত্ব, আজও সবার মন দোলায়
স্মৃতি গুলো ভেসে বেড়ায় মন-আকাশের মেঘ-ভেলায়
সেই আনন্দ পাই না খুঁজে ব্যস্ততার এই জীবন মেলায়।


ইচ্ছে করে ফিরিয়ে আনি মন মাতানো সেই দিনগুলো
সাদা-মাটা ঐ জীবনটাতেই অনেক বেশি রঙ ছিলো
ইচ্ছে করে, ইচ্ছে করেই হারিয়ে ফেলি সেই মানুষ গুলো
বড় করে দেখে যারা ছোট ছোট ভুল গুলো ।


ইচ্ছে করে তাই হয়ে যাই মনটি আমার যা হতে চায়
হঠাৎ করে তা’ই বনে যাই যা হলে এ প্রাণ স্বস্তি পায়
ইচ্ছে করে মুক্তি আনি আছে যারা সব পরাধীনতায়
ফিরিয়ে আনি সেই চেতনা হারিয়ে যাওয়া মানবতায় ।