বোধহীনের ভীড়ে আর কতকাল বেচেঁ থাকা
বিবেকহীনের ছায়ায় চলছে এই জীবনের চাকা
মানবতার চেতনা যেন আজ কুয়াশায় ঢাকা
দলছুটের এই ধরণী তাই লাগে আঁকাবাঁকা ।


দে তোরা; কিছু তো আমায় দিবি, না হয় নিবি
কৈ সেই আনন্দ, সেই কলরব হারিয়ে গেছে সবি
অমিলের এই নগরীতে ছন্দহীন এই কবি
বেচেঁ আছি তাই লিখে যাই সব হাবিজাবি ।


আমি কষ্টে নেই কিনবা নেই কোন ডিপ্রেসানে
অপূর্ণতা কিছু নেই যে- এ মনে অস্হিরতা আনে
শুধু সুখ- শান্তি নেই চারিপাশের মানুষের প্রাণে
অহেতুক কষ্টের ভাইরাস যেন ছড়িয়ে গেছে সবখানে ।


কোথায় যে হারালো জম-কালো সোনালী দিন গুলো
যদিও এ পৃথিবী আজ আধুনিকতার ছোঁয়া পেলো
তবুও চারিপাশের সব কিছু কেমন যেন এলোমেলো
স্বপ্ন নিয়ে বেঁচে থাকার সেই মানুষ কোথায় হারালো !