অনেক কিছুই আজ কমে যাচ্ছে
স্মৃতিশক্তিটা কমে শুধু যাচ্ছে
দৃষ্টি শক্তিটাও ক্ষয়ে যাচ্ছে
পেশী গুলোর দক্ষতাও কমে যাচ্ছে ।


আখেরাতের ভয় কমে যাচ্ছে
বরকত গুলো কমে শুধু যাচ্ছে
ভালো মানুষের সংখ্যা কমে যাচ্ছে
সুখীদিন গুলো কমে শুধু যাচ্ছে ।


কেউ কোনো কথা আর রাখছে না
সত্যি কথা যেনো আর কেউ বলছে না
সম্পর্ক গুলো আর বন্ধনে থাকছে না
কিছুই আর মনের মতন থাকছে না ।


মাথার চুল গুলোও আর থাকছে না
অন্যের কষ্টটা মনে দাগ কাটছে না
ধৈর্য্যের বাঁধটা আর শক্ত থাকছে না
বিশ্বাসটা আর যেনো থাকছে না ।


জীবন-হিসেবের অংক মেলানো যাচ্ছে না
খরচের ধাক্কাটা সামলানো যাচ্ছে না
কোনো ভাবেই তাকে আটকানো যাচ্ছে না
মূল্যবৃদ্ধির সাথে তাল মেলানো যাচ্ছে না ।


অশান্তি কেবল ক্রমশই উর্ধগতি
অমানুষের সম্পত্তির শুধু উন্নতি
অমানুষের সন্মান আজ উর্ধগতি
নগ্নতাই আজ যেনো প্রগতি ।


গিন্নির বাজারের লিষ্ট কেনো কমছে না
অমানুষের সংখ্যা কেনো কমছে না
দরিদ্র মানুষের সংখ্যা কেনো কমছে না
অযথাই বয়সটা বেড়ে যাচ্ছে , তা কেনো কমছে না ?


বুঝেছি :
কোনো কিছুই আর নিয়মে চলবে না
কোনো কিছুই আগের মতন থাকবে না
খুবই সন্নিকটে কেয়ামতের আনাগোনা
তওবা করো, চুপ করে বসে আর থেকো না ।