এমনি করেই বেলা গুলো সব চলে যায়
নতুনের পরে আরেক নতুনের তাড়নায়
অনাগত দিন গুলো সাজাই আল্পনায়
মোহাবিষ্ট আমি আজও এই পৃথিবীর মায়ায় ।


এখনও কত অপূর্ণ স্বপ্ন আঁকি কল্পনায়
ব্যস্ত সময় কাটে স্বপ্ন পূরণের আশায়
সুখের দিন আসবে একদিন এই সান্ত্বনায়
প্রতিটিদিন কেটে যায় একই ভাবনায় ।


ভুলেই বসে আছি- যে দিন আসবে শেষ দিন
যা ছিল রঙিন আজ, কাল হবে মলিন
জগতের যত পরিচিতি সব হবে বিলীন
স্বজন-প্রিয়জন থেকেও হবো সঙ্গীহীন ।
 
প্রতি পদক্ষেপে ভুল করে চলি যত ভুলেতে
বারে বারে হারিয়ে ফেলি পথ নিজেরই অজান্তে
এত চাই প্রভু, তোমারই সরল পথে চলতে
দাও শক্তি বাড়িয়ে আমার এই বিদ্বগ্ধ প্রাণেতে ।

এই দ্বগ্ধ প্রাণ চায় পরিত্রান সব ভুল হতে
চাই না ফিরে যেতে আবার সেই ভুল পথে
যতটা সময় আমার হারিয়ে গেছে গাফলাতে
সেই মতে বাকিটা সময় পূর্ণ করে দাও বরকতে ।
 
পৃথিবীর মোহে হৃদয় পূর্ণ যেন কানায় কানায়
মৃত্যু ভয় আসে না তাই মনের ভাবনায়
ক্ষমা করো প্রভু, করো মার্জনা আমায়
শুধু একটু আশ্রয় দিও ঐ আরশের ছায়ায় ॥