জীবনের সফলতা কতদূর জানি না
ক্লান্ত হবো,কিন্তু থেমে যাব না
কতটুকু চেয়ে, কী আমি পেলাম
তবুও থামবে না আমার প্রাথর্না ।


বন্ধুর পথ যত আসে আসুক
করি না তো ভয় এক বিন্দু
চলে যাবো এ প্রান্ত হতে শেষ প্রান্তে
প্রয়োজনে সিংহল হতে সিন্ধু ।


আজও আমার অনেক ইচ্ছে হয়
ঐ আকাশের চাঁদটা ছুঁয়ে দিতে
‘হবে না কিনবা পারবো না'- বলে কিছু নেই
অসাধ্য ? মানবো না তা' ও কোন মতে ।


কত যে স্বপ্ন বুনেছিলাম কালের আবর্তে
ভেঙেছে স্বপ্ন, হয়েছে চূর্ণ  শতবার
ক্লান্ত হই, তবে অনুযোগ নেই আমার
আরও স্বপ্ন দেখি,আরও স্বপ্ন বুনি বারেবার ।