মনের না বলা কথাই লিখে রাখি কাগজের পাতায়
অপার আনন্দ যেন খুঁজি পাই লেখনির স্বাধীনতায়
তাই এই লেখনি যাবে না থেমে পাঠকের নিন্দায়
ক্ষণিকের এই জীবনে খ্যাতি-যশে কিবা আসে যায় ।


পাঠকের উষ্ণ প্রেরণা মনে আমার আনন্দ দেয়
পাঠকের সমালোচনা লেখনির গতি বাড়িয়ে দেয়
পাঠকের মৌনতা প্রাণে আরও নির্ভরতা এনে দেয়
পাঠকের সহমর্মিতা শুভাকাঙ্খীকে চিনিয়ে দেয় ।
 
'পাচ্ছে লোকে কিছু বলে'- তাতে কি এসে যায়
তাই তেল দিয়ে যাই নিজেই নিজের চরকায়
নাম যশ খ্যাতি নাই বা হলো এই শুভ যাত্রায়
দিন শেষে ভালো কিছু লিখবো থাকি সেই প্রত্যাশায়।
 
আমার খুশিতে আমিই যে থাকি সবচেয়ে খুশি
ছোট ছোট মান মনেই থাকে তবে রাগ রাখি না পুষি
প্রাপ্যের চেয়ে এ জীবনে আমার প্রাপ্তিই হবে বেশি 
কাঙালের মতোই নিজেকে নিজে অনেক ভালোবাসি ।