ভুলে-ভালে, হেলা-ফেলায়
কাটছে জীবন এই
রঙ বে-রঙের এই জীবন-খেলায়
হারিয়ে ফেলি খেই ।


চলার পথে এদিক ওদিক
মন যে ছুটে যায়
কি পেলে সে শান্ত হবে
বুঝা বড় দায় ।


কত কিছু চায় যে মন
চায় যে শরীরটা
সব কিছুই চাই যে আমার
চাই যে শরীকটী ।


চলার পথে কত কিছুই
আপন মনে হয়
তবুও কেনো সব কিছুতেই
লাগে মনে ভয় ।


এই জীবনে যা চেয়েছি
সব কিছুই তো পেলাম
তবুও যেনো এই মন-চাহিদার
গোলাম হয়ে গেলাম ।


নবীর কথা বড়ই দামী
বলছেন সত্য কথা -
‘আল্লাহ বিনে শান্তি মনে
পাবে তুমি কোথা’?


আরো বলেন - ‘এই দুনিয়া,
নয় তো সুখের ঠিকানা !
শুধু জান্নাতেই মিলবে সব
আর তো কোথাও পাবে না’।