জীবিকার টানে, কেউ বা নিয়তির সমীকরণে
ছুটেছে কেউ দূর শহরে , কেউ বা দূরের ঠিকানায়
বন্ধু -প্রিয়জনে, যত দূরে যায় ততোই মন টানে
স্মৃতির আড়ালে অজান্তেই হৃদয় কাঁদে বেদনায়।


কখনো কল্পনার মাঝে, মন যে প্রিয় মুখ খোঁজে
অজানা আবেগে, মনে আরও ভালবাসা জাগে
আবার ফিরে যেতে চায়,পুরনো জীর্ণ মেঠো পথে
যা আজও বেচেঁ আছে অনুভবে, রাগ-অনুরাগে ।


মনের সান্ত্বনা, অর্থ বিত্তে আনে না, পদবীতেও না
চোখের দেখা, হাতে হাত রাখা, প্রাণের পরশে প্রাণ
মননে আনে হাসি, আনন্দ-ছন্দ,প্রশান্তির নিঃশ্বাস
বেড়ে যায় হৃদয়ের সাথে হৃদয়ের আত্মিক টান ।


তোমার সঙ্গ ভালো লাগে বন্ধু, তেমনি প্রিয়জনে
আত্মার টান পাই স্বজনে, চাই নিত্য প্রয়োজনে
দূরত্ব কোন বাধাঁ নয় , বন্দি শুধু নিয়তির জালে
জানি না, এই বন্দিশালা ভাঙ্গতে পারে কয়জনে ।