আমি স্বার্থপর ! লোভীদের ভীড়েও একজন
তোমারই হুকুম ভেঙ্গে ফেলি যখন-তখন
পাপের মাঝেই আমার যেন নিত্য সন্তরণ
অবুঝের মতন চলছে এই ক্রম বিচরণ ।


যতই পেয়ে যাচ্ছি ততই শুধু চাচ্ছি
দিন-রাত লোভীর পরিচয় আমি দিচ্ছি
অলস হয়ে তোমার রহমত আমি খুজঁছি
তোমার অসীম ধৈর্য্যের সুযোগ শুধু নিচ্ছি ।


সদা আমি খুঁজি অনুযোগের কারণ
মানে না তো মন এত শত বারণ
নিজেরই খেয়ালে চলে এই খেয়ালী-মন
বেলা শেষে প্রভুকেই ডাকি যখনই প্রয়োজন ।


লোভী হয়ে যা’ই চেয়েছি তোমার দরবারে

পেয়েছি বে-হিসাব, বি-মুখ তুমি করোনি আমারে
এমনি করেই প্রভু সহজ করে দাও শেষ বিচারে
পাপী-তাপী তাই তোমারই দ্বারে ফিরে আসি বারে বারে।