আমার বিরহে আর না পাওয়ার মোহে
মনো-জ্বালা বুঝি শুধু তোমারেই দাহে
হয়তো স্মৃতি গুলো বাঁধা আনে মনঃসংযোগে
ইদানিং অজান্তেই ভুগিছো বিষম অনুযোগে ।


বিবাগী মন আমারও, শুধু ছোটে তোমারই পানে
থমকে যাই শত বাঁধা যখন কেবলই পিছু টানে
প্রিয়ার মায়ায় এ মন খুঁজে যেন জীবনের মানে
কাছে নাই তবুও সুবাস আজও পাই সবখানে ।


কাঁশবনের সেই ফুলগুলো আজও দোল খায়
দূরের মেঘেরা আজও ভেসে যায় ঐ নীলিমায়
স্মৃতির রিনি-ঝিনি বাজে আজও বেলা অবেলায়
ক্লান্ত পাখি শুধু পড়ে থাকে একাকী নিরালায় ।


এলোমেলো যত ভাবনা কখনো হয়ে উঠে বুনো
জানি ক্ষুদ্র এ জীবন বরাবরই রয়ে যাবে অপূর্ণ
ধরণীর মোহ-মায়া ঝরা পাতার মত যদিও নগণ্য
তবুও এ মন খোঁজে স্বপ্ন-বিলাস ক্ষণিকের জন্য ।